গঠনতন্ত্র

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন।

বাংলাদেশে ইসলামের ভিত্তিতে সাম্য, ন্যায় ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ, দক্ষ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক নাগরিকদের হাত ধরে বাংলাদেশ ইসলামিক সোশ্যাল পার্টির যাত্রা শুরু হচ্ছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষিত, অশিক্ষিত, প্রবাসী, সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রত্যয়ী। নৈতিকতা, মানবিকতা, সুশাসন, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ সর্বস্তরে বিস্তার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো।

আমরা ইতোমধ্যে প্রবাসী নাগরিক সহ দেশে অবস্থিত অভিজ্ঞ ব্যক্তিবর্গের ব্যাপক সহমর্মিতা এবং সমর্থন পেয়েছি যেটি আমাদের পথচলা আরো সহজ করে দিবে। আমরা কোন হানাহানি বা সহিংসতায় বিশ্বাসী নই। ধীরে ধীরে সামগ্রিক জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে জনগণের সেবা করতে চাই।

আমরা সকল শ্রেণীপেশা এবং মতাদর্শের মানুষের থেকে পরামর্শক্রমে আমাদের গঠনতন্ত্র এবং কার্যক্রম সাজিয়েছি। প্রবাসী ভাই বোন এবং দেশীয় বিত্তশালী ব্যাক্তিবর্গের অর্থায়নে আমরা দেশের নাগরিকদের সকল ধরনের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করবো। বিভিন্ন স্থানে উন্নত বিশ্বের আদলে হাসপাতাল, গবেষণাকেন্দ্র, গ্রন্থাগার এবং সামাজিক সংগঠনকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

আমাদের পার্টিতে শিক্ষক, বুদ্ধিজীবী, প্রবাসী, বিভিন্ন পেশায় অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শিল্প, তথ্যপ্রযুক্তি ইত্যাদি সকল বিষয়ে উপদেষ্টামণ্ডলীর থেকে সুপারিশ গ্রহণ পূর্বক কর্মপন্থা প্রণয়ন করা হবে।

দেশের অবহেলিত তৃনমূলের মানুষদেরকে সমাজের মুলশ্রোতে ফিরিয়ে এনে দক্ষতা বৃদ্ধি করা হবে সেই সাথে তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

নীতিনিষ্ঠ, ধর্মপরায়ণ, প্রতিভাবান এবং অভিজ্ঞ ব্যাক্তিদের নেতৃত্ব প্রদান করা হবে যেখানে দুর্নীতি কখনই স্থান পাবে না। নারী, শিশু, অসহায় ও বৃদ্ধদের অধিকার প্রতিষ্ঠা, তরুণদের মাদকাসক্তি থেকে বের করে নিয়ে আসা, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা, সমঅধিকার প্রতিষ্ঠা ও সন্ত্রাস নির্মূল করার মাধ্যমে একটি নিরাপদ এবং নির্বিঘ্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ইসলামের মূলনীতির ভিত্তিতে দারিদ্র বিমোচন, সবার জন্য সুচিকিৎসার অধিকার নিশ্চিত করা, দক্ষতার ভিত্তিতে চাকুরীর ব্যবস্থা সম্পদের সুষম বণ্টন এবং সর্বক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসাবে তুলে ধরা হবে।

দল মত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের যেকোন ব্যক্তি আমাদের পার্টির সদস্য হতে পারবেন। আমাদের এই মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য আমাদের দেশের সবার এবং প্রবাসীদের সকল ধরনের সমর্থন ও সাহায্য আশা করছি।

আমাদের ওয়েবসাইটে উপদেষ্টা, সদস্য এবং প্রবাসী সদস্য হিসাবে আমাদের সাথে যোগ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।